০৫ বছর মেয়াদী বাংলাদেশ সঞ্চয়পত্র |
|||||||||||||||||||||||||||||
মেয়াদ |
০৫ (পাঁচ) বছর
|
||||||||||||||||||||||||||||
মুনাফা প্রাপ্তি
|
মেয়াদান্তে |
||||||||||||||||||||||||||||
সর্বোচ্চ বিনিয়োগসীমা |
একক নামে ৩০ (ত্রিশ) লক্ষ টাকা/ যৌথ নামে ৬০ (ষাট) লক্ষ টাকা
|
||||||||||||||||||||||||||||
যারা কিনতে পারবেন
|
(ক) সকল শ্রেণি ও পেশার বাংলাদেশী নাগরিক;
(খ) আয়কর বিধিমালা, ১৯৮৪ (অংশ-২) এর বিধি ৪৯-এর উপ-বিধি (২) এ সংজ্ঞায়িত স্বীকৃত ভবিষ্য তহবিল এবং ভবিষ্য তহবিল আইন, ১৯২৫ (১৯২৫ এর ১৯ নং) অনুযায়ী পরিচালিত ভবিষ্য তহবিল;
(গ) আয়কর অধ্যাদেশ-১৯৮৪ এর ৬ষ্ঠ তফসিল এর পার্ট এ এর অনুচ্ছেদ ৩৪ অনুযায়ী মৎস্য খামার, হাঁস-মুরগীর খামার, পেলিটেড পোল্ট্রি ফিডস উৎপাদন, বীজ উৎপাদন, স্থানীয় উৎপাদিত বীজ বিপণন, গবাদি পশুর খামার, দুগ্ধ এবং দুগ্ধজাত দ্রব্যের খামার, ব্যাঙ উৎপাদন খামার, উদ্যান খামার প্রকল্প, রেশম গুটিপোকা পালনের খামার, ছত্রাক উৎপাদন এবং ফল ও লতাপাতার চাষ হতে অর্জিত আয়-যা সংশ্লিষ্ট উপ-কর কমিশনার কর্তৃক প্রত্যয়নকৃত।
|
||||||||||||||||||||||||||||
মুনাফার হারঃ
|
|||||||||||||||||||||||||||||
প্রয়োজনীয় কাগজপত্র
|
০১. সঞ্চয়পত্র ক্রয়ের নির্ধারিত আবেদন ফরম ০২. ক্রেতা ও নমিনির ০২ কপি করে পাসপোর্ট সাইজ ছবি ০৩. ক্রেতা ও নমিনির জাতীয় পরিচয়পত্রের কপি ০৪. পাঁচ লক্ষ টাকার উর্ধ্বে সঞ্চয়পত্র ক্রয়ের ক্ষেত্রে ক্রেতার আয়কর দাখিলের প্রমাণপত্র ০৫. এম আই সি আর চেকের পাতার কপি
|
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS