Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

Title
How to get services
Details

 

কি সেবা কিভাবে পাবেন

ক্র.নং

সেবার নাম

সেবা প্রদান পদ্ধতি

প্রয়োজনীয় কাগজপত্র  এবং প্রাপ্তিস্থান

(ক) পরিবার সঞ্চয়পত্র বিক্রয়; 

   [ব্যক্তির ক্ষেত্রে একক নামে]

(খ) ৩ মাস অন্তর মুনাফা ভিত্তিক সঞ্চয়পত্র বিক্রয়; [ব্যক্তির ক্ষেত্রে একক অথবা যৌথনামে]

(গ) ৫ বছর মেয়াদী বাংলাদেশ সঞ্চয়পত্র বিক্রয়; [ব্যক্তির ক্ষেত্রে একক অথবা যৌথনামে]

মৌখিক এবং লিখিত

(ক) নির্ধারিত ফরমে আবেদন পত্র;

(খ) ক্রেতা ও নমিনীর জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত কপি; 

(গ) ক্রেতার ২ (দুই) কপি পাসপোর্ট সাইজের সত্যায়িত ছবি;

(ঘ) ক্রেতা কর্তৃক সত্যায়িত নমিনীর ২ (দুই) কপি পাসপোর্ট সাইজের ছবি;

(ঙ) ৫ লক্ষ টাকার অধিক বিনিয়োগের ক্ষেত্রে ক্রেতার E-TIN সনদের কপি এবং আয়কর রিটার্নের প্রত্যয়নপত্র

(চ) ১ লক্ষ টাকা বিনিয়োগের ক্ষেত্রে নগদ অর্থে (শুধু একবার)/MICR চেকের মাধ্যমে   

     বিনিয়োগের টাকা পরিশোধ; নগদ পরিশোধের ক্ষেত্রে ক্রেতার ব্যাংক হিসাবের চেক 

     পাতার ফটোকপি অথবা ব্যাংক হিসাব বিবরণী;      

(ছ) ক্রেতার ব্যাংক হিসাবের MICR চেকের মাধ্যমে বিনিয়োগের টাকা পরিশোধ;    

(জ) ক্রেতা ও নমিনীর মোবাইল নম্বর;

(ঝ) নমিনী নাবালক হলে প্রত্যয়নকারীর (পিতা/মাতা/দাদা/আইনানুগ অভিভাবক) ছবি ও    জাতীয় পরিচয়পত্রের কপি।

৩ মাস অন্তর মুনাফা ভিত্তিক সঞ্চয়পত্র বিক্রয়; (অটিজম নিয়ে কাজ করা স্বীকৃত প্রতিষ্ঠানের ফান্ডের ক্ষেত্রে) [ফান্ডের নামে] 

মৌখিক এবং লিখিত

(ক) নির্ধারিত ফরমে আবেদন পত্র;

(খ) দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিবিশেষের জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত কপি এবং ২ (দুই) কপি পাসপোর্ট সাইজের সত্যায়িত ছবি;

(গ) প্রতিষ্ঠানের ফান্ডের E-TIN সনদের কপি;

(ঘ) সমাজসেবা অধিদপ্তর কর্তৃক প্রদত্ত অটিজম নিয়ে কাজ করা বিষয়ে স্বীকৃতিপত্র; 

(ঙ) বোর্ড অব ট্রাস্টি কর্তৃক প্রদত্ত রেজুলেশন;

(চ) প্রতিষ্ঠানের ফান্ডের ব্যালান্স স্টেটমেন্ট;  

(ছ) ফান্ডের ব্যাংক হিসাবের MICR চেকের মাধ্যমে বিনিয়োগের টাকা পরিশোধ।     

৫ বছর মেয়াদী বাংলাদেশ সঞ্চয়পত্র (স্বীকৃত প্রতিষ্ঠানের ভবিষ্য তহবিলের ক্ষেত্রে) বিক্রয়;

[ফান্ডের নামে]

মৌখিক এবং লিখিত

(ক) নির্ধারিত ফরমে আবেদন পত্র;

(খ) দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিবিশেষের জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত কপি এবং ২ (দুই) কপি পাসপোর্ট সাইজের সত্যায়িত ছবি;

(গ) প্রতিষ্ঠানের ফান্ডের E-TIN সনদের কপি;

(ঘ) কর কমিশনার কর্তৃক ভবিষ্য তহবিলের স্বীকৃতিপত্র;

(ঙ) প্রতিষ্ঠানের ফান্ডের ব্যালান্স স্টেটমেন্ট;  

(চ) বোর্ড অব ট্রাস্টি কর্তৃক প্রদত্ত রেজুলেশন;

(ছ) MICR চেকের মাধ্যমে বিনিয়োগের টাকা পরিশোধ;       

৫ বছর মেয়াদী বাংলাদেশ সঞ্চয়পত্র বিক্রয় (আয়কর অধ্যাদেশ ১৯৮৪ এর ৬ষ্ঠ তফসিল এর পার্ট এ এর অনুচ্ছেদ ৩৪ অনুযায়ী কর অবকাশপ্রাপ্ত প্রতিষ্ঠানসমূহ) [ফান্ডের নামে]

মৌখিক এবং লিখিত

(ক) নির্ধারিত ফরমে আবেদন পত্র;

(খ) দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিবিশেষের জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত কপি এবং ২ (দুই) কপি পাসপোর্ট সাইজের সত্যায়িত ছবি;

(গ) প্রতিষ্ঠানের ফান্ডের E-TIN সনদের কপি;

(ঘ) কর কমিশনার কর্তৃক প্রদত্ত প্রতিষ্ঠানের ফান্ডের স্বীকৃতিপত্র; 

(ঙ) প্রতিষ্ঠানের ফান্ডের ব্যালান্স স্টেটমেন্ট;  

(চ) বোর্ড অব ট্রাস্টি কর্তৃক প্রদত্ত রেজুলেশন;

(ছ) MICR চেকের মাধ্যমে বিনিয়োগের টাকা পরিশোধ;       

পেনশনার সঞ্চয়পত্র [ব্যক্তির ক্ষেত্রে একক নামে]

মৌখিক এবং লিখিত

(ক) নির্ধারিত ফরমে আবেদন পত্র;

(খ) ক্রেতা ও নমিনীর জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত কপি; 

(গ) ক্রেতার ২ (দুই) কপি পাসপোর্ট সাইজের সত্যায়িত ছবি;

(ঘ) ক্রেতা কর্তৃক সত্যায়িত নমিনীর ২ (দুই) কপি পাসপোর্ট সাইজের ছবি;

(ঙ) ৫ লক্ষ টাকার অধিক বিনিয়োগের ক্ষেত্রে ক্রেতার E-TIN সনদের কপি এবং আয়কর রিটার্নের প্রত্যয়ন পত্র।

(চ) ১ লক্ষ টাকা বিনিয়োগের ক্ষেত্রে নগদ অর্থে (শুধু একবার)/MICR চেকের মাধ্যমে   

     বিনিয়োগের টাকা পরিশোধ; নগদ পরিশোধের ক্ষেত্রে ক্রেতার ব্যাংক হিসাবের চেক 

     পাতার ফটোকপি অথবা ব্যাংক হিসাব বিবরণী;      

(ছ) ক্রেতার ব্যাংক হিসাবের MICR চেকের মাধ্যমে বিনিয়োগের টাকা পরিশোধ;    

(জ) ক্রেতা ও নমিনীর মোবাইল নম্বর;

(ঝ) নমিনী নাবালক হলে প্রত্যয়নকারীর (পিতা/মাতা/দাদা/আইনানুগ অভিভাবক) ছবি ও জাতীয় পরিচয়পত্রের কপি।  

(ঞ) প্রাপ্ত আনুতোষিক ও ভবিষ্য তহবিলের চুড়ান্ত মঞ্জুরিপত্র এবং পেনশন বই-এর   সত্যায়িত ফটোকপি অথবা নিয়োগকারী কর্তৃপক্ষ কর্তৃক পি. এস. সি-২ ফরম পূরণ করে ইস্যু অফিসে জমা দিতে হবে। 

সঞ্চয়পত্র নগদায়ন (ম্যানুয়াল পদ্ধতিতে ইস্যুকৃত)

নগদ/পে-অর্ডার

(ক) সঞ্চয়পত্রসহ মুনাফাকুপন;

(খ) বোর্ড অব ট্রাস্টি কর্তৃক সঞ্চয়পত্র নগদায়নের জন্য রেজুলেশন (কেবল প্রতিষ্ঠানের ক্ষেত্রে প্রযোজ্য); 

সঞ্চয়পত্র নগদায়ন (ওয়েব ভিত্তিক সিস্টেমের মাধ্যমে ইস্যুকৃত)

EFT

(ক) ওয়েব ভিত্তিক সিস্টেমের মাধ্যমে ইস্যুকৃত হলে যথাযথভাবে ডিজচার্জকৃত সঞ্চয়পত্র ;

(খ) বোর্ড অব ট্রাস্টি কর্তৃক সঞ্চয়পত্র নগদায়নের জন্য রেজুলেশন (কেবল প্রতিষ্ঠানের ক্ষেত্রে প্রযোজ্য); 

ডুপ্লিকেট সঞ্চয়পত্র ইস্যু

লিখিত

(ক) সাদা কাগজে আবেদনপত্র;

(খ) নিকটস্থ থানায় সাধারণ ডায়েরী;

(গ) ২ (দুই) টি বহুল প্রচারিত জাতীয় দৈনিক পত্রিকায় বিজ্ঞাপন প্রদান;

(ঘ) ৩০০/-টাকার নন-জুডিশিয়াল স্ট্যাম্পে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কর্তৃক হলফনামা;

(ঙ) ৩০০/-টাকা নন-জুডিশিয়াল স্ট্যাম্পে ইনডিমিনিটি বন্ড;

(চ) ক্রেতা/ ক্রেতাদের এবং নমিনী/নমিনীদের প্রত্যেকের ২ (দুই) কপি করে পাসপোর্ট সাইজের ছবি;

(ছ) ট্রেজারী চালানের মাধ্যমে 1-1151-0000-2681 কোডে নির্ধারিত অংকের ফি জমা;

সঞ্চয়পত্র এক স্থান থেকে অন্য স্থানে স্থানান্তর; [কেবল ম্যানুয়াল পদ্ধতিতে ইস্যুকৃত সঞ্চয়পত্রের ক্ষেত্রে]

লিখিত

(ক) পেইং অফিসার বরাবর সাদা কাগজে আবেদনপত্র;

(খ) সনাক্তকরণ রশিদের ফটোকপি জমা।

১০

ক্রেতার মৃত্যুতে মনোনীত নমিনী বা উত্তরাধিকারীগণ;

লিখিত

(ক) নমিনী অথবা উত্তরাধিকারী কর্তৃক পেইং অফিসার বরাবর সাদা কাগজে আবেদনপত্র;

(খ) ডাক্তার অথবা স্থানীয় পৌরসভার মেয়র/ ইউপি চেয়ারম্যান কর্তৃক ক্রেতার মৃত্যু সনদপত্র;

(গ) নমিনীর নাগরিকত্ব সনদ;

(ঘ) নমিনী বা উত্তরাধিকারী প্রত্যেকের ২  (দুই) কপি পাসপোর্ট সাইজের ছবি;

(ঙ) ১ম শ্রেণীর গেজেটেড অফিসার কর্তৃক নমিনীর স্বাক্ষর সত্যায়িত সনদ;

(চ) যথাযথভাবে পূরণকৃত তদন্ত ফরম;

(ছ) নমিনী বা উত্তরাধিকারী অপ্রাপ্ত বয়স্ক হলে পারিবারিক আদালত কর্তৃক অভিভাবক সনদ।

(জ) নমিনী বা উত্তরাধিকারীর ব্যাংক হিসাবের MICR চেক পাতার ফটোকপি। [ওয়েব ভিত্তিক সিস্টেমের মাধ্যমে ইস্যুকৃত সঞ্চয়পত্রের ক্ষেত্রে প্রযোজ্য]      

১১

উৎসে আয়করের প্রত্যয়নপত্র ও বিনিয়োগ প্রত্যয়নপত্র

লিখিত

(ক) সংশ্লিষ্ট সঞ্চয়পত্র এবং জাতীয় পরিচয়পত্রের ফটোকপি সহ আবেদনপত্র